
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ ফেব্রুয়ারি ২০২৪: সাইবার প্রতারণা রুখতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বিধাননগরের হাডকো মোড়ে ৫ মার্চ আয়োজিত হবে সচেতনতা শিবির। পুলিশ, প্রশাসন, বিভিন্ন কারখানার আধিকারিক এবং পড়ুয়াদের নিয়ে এই শিবির হবে। উদ্যোক্তা দুর্গাপুরের একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজ।
কলেজের চেয়ারম্যান অনুপম মুখার্জি জানান, মানুষ প্রতিনিয়ত ডিজিটাল প্রতারণার মুখে পড়ছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে টাকা। হ্যাকারদের চিহ্নিত করতে হিমসিম খাচ্ছে পুলিশ। তাই সিটি সেন্টারের একটি হোটেলে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হবে। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে সাইবার বিষয়ে কোর্স শুরু করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।