Weather Today: মঙ্গলবারের মধ্যে নিম্নচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৪ সেপ্টেম্বর ২০২৩: রাতভর বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। সকালেও আকাশ মেঘলা। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায় বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি মঙ্গলবারের মধ্যে পরিণত হবে নিম্নচাপে। তবে এর অভিমুখ ওড়িশার দিকে। এছাড়া মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।