দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ জুলাই ২০২৪: বহু এলাকাতেই ইন্টারনেট সংযোগ খুব দুর্বল থাকে। এবার ইন্টারনেট ছাড়াই ফাইল শেয়ারের সুযোগ দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ‘নিয়ারবাই শেয়ারিং’ অপশনের সাহায্যে ইন্টারনেট ছাড়া ফাইল শেয়ার করা যাবে। কিন্তু আইওএস ইউজারদের ক্ষেত্রে কিউআপ কোড স্ক্যান করে ফাইল শেয়ার করতে হবে। এখনও পুরো বিষয়টি পরীক্ষা নিরীক্ষার স্তরে রয়েছে বলে জানা গিয়েছে। তবে যেখানে ইন্টারনেট সংযোগ দুর্বল বা বড় ফাইল পাঠাতে সমস্যায় পড়তে হয়, সেখানে নতুন এই ফিচার খুব কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।