প্রতি বছর বর্ষায় দুর্গাপুরের এই স্কুল চত্বর হয়ে যায় ডোবা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ সেপ্টেম্বর ২০২৩: বৃষ্টি হলেই পুকুর হয়ে যায় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের হাজরাবেড়া প্রাথমিক বিদ্যালয় চত্বর। প্রায় মাস খানেক ধরে জলমগ্ন হয়ে রয়েছে স্কুলটি। স্কুলে পড়ুয়া ৪২ জন। শিক্ষক দু’জন। প্রতি বছর বর্ষায় স্কুল জলমগ্ন হয়ে যায় বলে অভিযোগ।
এর ফলে পড়াশোনার ক্ষতি হয় বলে অভিযোগ অভিভাবকদের। তাঁদের আরও অভিযোগ, পানাগড় বাইপাস চালু হওয়ার পর থেকেই এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। আপাতত স্কুল থেকে কিছুটা দূরে এক জনের দোতলা বাড়িতে স্কুল চলছে বলে জানা গিয়েছে।