You are currently viewing পুজোয় কবে কবে খোলা থাকবে মদের দোকান?

পুজোয় কবে কবে খোলা থাকবে মদের দোকান?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৩ অক্টোবর ২০২৩: পুজোয় কবে কবে খোলা থাকবে মদের দোকান (Wine Shop) ? সুরাপ্রেমীদের অনেকেরই এই প্রশ্ন। আগে অষ্টমীতে গোটা দিন এবং দশমীতে বিকেল ৫টার পরে মদের দোকান বন্ধ থাকত। কিন্তু ২০১৬ সালে পুজোয় সব দিনই মদের দোকান খোলা রাখা সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়।

তাহলে তার পরেও কেন পুজোয় দোকান বন্ধ রাখার প্রশ্ন? আসলে, মদের দোকানের মালিকেরাই চান না পুজোর সবদিন দোকান খোলা থাকুক। কর্মচারীদের কথা মাথায় রেখে যাতে পুজোর সময় দু’একদিন দোকান বন্ধ রাখা যায়, সেই আর্জি তাঁদের। সেই আর্জি মেনেই এবার সরকার নতুন নির্দেশিকা জারি করল।

নির্দেশিকায় বলা হয়েছে, কোনও মদ বিক্রেতা চাইলে অষ্টমী এবং দশমীর দিন দোকান বন্ধ রাখতে পারেন। তবে সেজন্য জেলা আবগারি দফতরের কাছে অনুমতি নিতে হবে।  দফতর অনুমতি দিলে পুজোর সময় একদিন বা দু’দিন দোকান বন্ধ রাখতে পারবেন মালিক। প্রসঙ্গত, বর্তমানে প্রজাতন্ত্র দিবস, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, মহরম এবং গান্ধীজয়ন্তী, এই পাঁচদিন মদের দোকান বন্ধ থাকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply