![ciggerate](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/02/ciggerate.jpg?fit=1024%2C649&ssl=1)
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১১ মার্চ ২০২৪: ধুমপান করবেন না। কত রোগ যে ডেকে আনে ধুমপান, তা বলে শেষ করা যায় না। ধুমপানে জিহ্বা, গলা, মুখ, খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলী এবং ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায়। এছাড়া আরও নানা শারীরিক সমস্যা ডেকে আনে ধুমপান। তবু অনেকে ধুমপান করেন।
কিন্তু বিড়ি না সিগারেট? কোনটি বেশি ক্ষতি করছে আপনার, জানেন? সাধারণত সবাই মনে করে থাকেন সিগারেট (Cigarette) বেশি ক্ষতিকারক। বিড়ি (Bidi) তামাক পাতা দিয়ে তৈরি হয় বলে সেটি প্রাকৃতিক। তাছাড়া তুলনায় কম তামাক থাকে বিড়িতে। কিন্তু গবেষকরা যে তথ্য দিয়েছেন, তাতে জানা যাচ্ছে, একটি সিগারেটের তুলনায় ৮গুণ বেশি ক্ষতিকারক একটি বিড়ি।
গবেষকরা বলছেন, সিগারেটের তুলনায় বিড়িতে ৪ গুণ কম তামাক থাকে। তবু বিড়ি বেশি ক্ষতিকারক। বিড়ি তামাক পাতায় তৈরি হয় বলে ক্ষতিও বেশি। বিড়িতে সুখটান দিতে অতিরিক্ত চাপ পড়ে ফুসফুসে। বিড়ির পুরোটাই তামাক পাতার হওয়ায় অনেক বেশি ধোঁয়া উৎপন্ন হয় বিড়িতে ফলে ফুসফুসের ভয়ংকর ক্ষতি হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।