দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১১ মার্চ ২০২৪: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ১০টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন। এর মধ্যে একটি নতুন বন্দে ভারত চালু হবে পশ্চিমবঙ্গে। নিউ জলপাইগুড়ি-পাটনা রুটে চলবে সেই বন্দে ভারত। এছাড়া রাঁচি-বারাণসী বন্দে ভারত যাবে বোকারো হয়ে। সেক্ষেত্রে এই রাজ্যের পুরুলিয়ার বাসিন্দারা বোকারো গিয়ে ট্রেন ধরতে পারবেন।
নিউ জলপাইগুড়ি-পাটনা, রাঁচি-বারাণসী ছাড়া বাকি ৭টি রুট হল আমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম, মাইসুরু- চেন্নাই, পাটনা-লখনৌ, পুরি- বিশাখাপত্তনম, লখনৌ- দেরাদুন, কালাবুরাগাই- বেঙ্গালুরু, , খাজুরাহো-দিল্লি। এছাড়া আমেদাবাদ-জামনগর বন্দে ভারত দ্বারকা পর্যন্ত, আজমের-দিল্লি চন্ডিগড় পর্যন্ত, গোরখপুর-লখনৌ প্রয়াগরাজ পর্যন্ত এবং তিরুবন্তপুরম- কাঁসারগড় মাঙ্গালুরু পর্যন্ত সম্প্রসারিত হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।