ভোটের লাইনে আচমকা মৃত্যু, দেহ বাড়িতে রেখে ভোট দিল পুরো পরিবার

দুর্গাপুর দর্পণ, নদিয়া, ১০ জুলাই ২০২৩: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) দিন অশান্তির জন্য সোমবার নদিয়ার (Nadia) তেহট্ট থানার ঘোড়াদহ ১নম্বর গ্রাম পঞ্চায়েতের হালদার পাড়ার একটি বুথে পুনর্নিবাচনের ব্যবস্থা করা হয়। এদিন ভোট দিতে এসে ভোটের লাইনে দাঁড়িয়েই আচমকা মৃত্যু হল এক ব্যক্তির।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নবদ্বীপ হালদার। বয়স ৫৫ বছর। পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তি সকাল নটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ান। এরপর আচমকা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যেতে যেতেই পথে তাঁর মৃত্যু হয়। কয়েক বছর ধরেই তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসাও চলছিল তাঁর।
এই ঘটনায় বুথ চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। মৃত ব্যক্তির পরিবার সিপিএমের সমর্থক। মৃতের দেহ বাড়িতে রেখেই পরিবারের বাকিরা বুথে গিয়ে ভোটদান করেন। প্রসঙ্গত, মৃত ব্যক্তির ভাইপো ওই বুথে সিপিএমের প্রার্থী হয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।