জিতেই বিপদ! তৃণমূলে যোগ দিয়ে তবে বাড়ি ফিরতে পারলেন সিপিএমের জয়ী প্রার্থী

দুর্গাপুর দর্পণ, শান্তিপুর, ১৪ জুলাই ২০২৩: জিতেই বিপদ! তৃণমূলের বিদায়ী প্রধান দলবল নিয়ে হামলা চালায়। বাধ্য হয়ে বাড়ি ছেড়ে পালাতে হয়। এমনই অভিযোগ, নদীয়ার (Nadia) শান্তিপুর থানার গয়েশপুর টেংরিডাঙ্গা এলাকার সিপিএমের জয়ী (চূড়ান্ত জয়-পরাজয় আদালতের রায়ের উপর নির্ভরশীল) প্রার্থী আব্দুল শেখ।
এবারের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের ২১টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১০টি আসন। তৃণমূল পেয়েছে ৯টি আসন। সিপিএমের হয়ে জয়ী হন আব্দুল শেখ। একটি আসনে জয়ী হন নির্দল প্রার্থী।অভিযোগ, আব্দুল শেখ জয়ী হওয়ার পরেই গত ১০ বছরের বিদায়ী তৃণমূল প্রধান তাঁর দলবল নিয়ে বাড়িতে চড়াও হন।
বাড়ি ভাঙচুর করা হয়। হুমকি দেওয়া হয় প্রাণনাশের। অবশেষে বাধ্য হয়ে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে তৃণমূলের যোগদান করেন। এরপরেই তিনি সরাসরি শান্তিপুর থানায় যান। প্রশাসনের তরফে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। আব্দুল শেখ বলেন, ‘‘আমি জয়ী হওয়ার পর থেকেই এলাকার প্রাক্তন তৃণমূল প্রধান হেরে যাওয়ার রাগে আমার বাড়ির উপরে চড়াও হয়। বাড়িতে থাকতে পারছিলাম না। বাধ্য হয়ে তৃণমূলে যোগ দিই।’’ অন্যদিকে বিধায়ক বলেন, ‘‘তৃণমূলের উন্নয়ন দেখে উনি তৃণমূলে যোগ দিয়েছেন।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।