দুর্গাপুর দর্পণ, ২৬ মে ২০২৪: স্বামীকে ঘরে তালাবন্ধ করে আগুন ধরিয়ে দিল স্ত্রী! বীরভূমের (Birbhum) নলহাটি থানার ছোট হাজারপুর গ্রামের ঘটনা। শেষ পর্যন্ত স্বামী প্রাণে বেঁচে গেলেও আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরের যাবতীয় সামগ্রী। শনিবার রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে যান স্বামী মান্নাত শাহ। অভিযোগ, বাইরে থেকে ঘরের তালা বন্ধ করে দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্ত্রী রোজিনা বিবি।
মান্নাতের আর্তনাদ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় রোজিনা। প্রতিবেশীরা কোনও রকমে মান্নাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আগুনে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রোজিনার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।