Durgapur News: কাদা রোডে বাংলাদেশি কিশোরী উদ্ধার, কাঁকসা থেকে গ্রেফতার এক মহিলা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman)দুর্গাপুরের নিষিদ্ধ পল্লি কাদা রোড থেকে বাংলাদেশের নাবালিকা উদ্ধারের ঘটনায় কাঁকসা থানার ডাঙাপাড়া এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ।বাংলাদেশ থেকে কীভাবে ওই নাবালিকা এখানে এল তার তদন্তে নেমে পুলিশ ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে ডাঙাপাড়ায় একটি বাড়ি থেকে মহিলাকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, দু’তিন মাস আগে ওই মহিলা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সোমবার রাতে পুলিশ ওই মহিলাকে সেই বাড়ি থেকে গ্রেফতার করে। স্থানীয়রা জানিয়েছেন, তার সঙ্গেই থাকত ওই কিশোরীটি। তাকে কারওর সঙ্গে মিশতে দিত না মহিলা। তাকে গ্রেফতারের খবর পেয়ে মঙ্গলবার সকালে স্থানীয়রা ভিড় করেছিলেন সেখানে। দেখা যায়, বাড়িটি তালাবন্ধ রয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।