দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ এপ্রিল ২০২৪: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে। সেখান থেকেই তিনি আজ ও আগামী কাল পুরুলিয়া ও বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে যোগ দেবেন। সেই হোটেলের পাশ থেকেই রবিবার পুলিশ গাড়ি সমেত এক মহিলাকে আটক করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
উত্তরবঙ্গে জনসভা শেষ করে শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী আসেন দুর্গাপুরে। ওঠেন সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে। আজ হেলিকপ্টারে করে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। যদিও আবহাওয়া খারাপ থাকায় শেষ পর্যন্ত সড়ক পথেই রওনা দেন তিনি। এদিন সকালে আচমকা দুর্গাপুর ট্রাফিক পুলিশের কর্তারা ওই হোটেলের সামনে হাজির হন। গাড়ি সমেত মহিলাকে আটক করে সিটি সেন্টার ফাঁড়িতে পাঠানো হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িটির কাগজপত্র জনিত কোনও সমস্যা রয়েছে। মালদহ পুলিশের কাছে খবর পেয়ে গাড়ি ও মহিলাকে আটক করা হয়েছে। অন্য একটি সূত্রে বলা হয়, গাড়িটি দীর্ঘক্ষণ নো পার্কিং জোনে পড়েছিল। তাই আটক করে জরিমানা করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই মহিলা মালদহের একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপাল। পুলিশ সবদিক খতিয়ে দেখছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#cmsecurity #cmmamatabanerjee #mamatabanerjee #wbchiefminister #2024loksabhaelection #2024loksabhavote