October 3, 2023

বর্ধমানে বিজেপি সাংসদের গাড়ির ধাক্কায় কাঁধ ও হাতের হাড় ভাঙল মহিলার

দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ৬ আগস্ট ২০২৩: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি (BJP) সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার (Surendrajeet Singh Ahluwalia) গাড়ির ধাক্কায় এক মহিলা জখম হওয়ার অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, সাংসদ জখম মহিলার চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগী হননি। রবিবার বর্ধমান শহরের ঘটনা। জখম মহিলা বাজেপ্রতাপপুরের বাসিন্দা উষা হাটি ভর্তি আছেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

জখম মহিলাকে রাস্তায় ছট ফট করতে দেখে তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন কাউন্সিলর তথা পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা মহিলা তৃণমূল সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত। পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস।

উষা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন। সাইকেল নিয়ে যাওয়ার সময় সাংসদের গাড়ি তাঁকে ধাক্কা মারে। হাতে, কোমরে, কুঁচকিতে চোট লাগে। কাঁধের ও হাতের হাড় ভেঙে যায়। হাসপাতালে তাঁর হাতে প্লাস্টার করা হয়েছে। তাঁর অভিযোগ, সাংসদ দেখেও মুখ ফিরিয়ে চলে যান। সাংসদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে বিজেপির বক্তব্য, সাংসদ মানবিক। বহু দুঃস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে থাকেন। তেমন কিছু নয় ভেবে তিনি চলে গিয়ে থাকতে পারেন। জখম মহিলার পাশে আছে বিজেপি।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!