দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ জুলাই ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার দুপুরে মোট দুটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। দুর্গাপুর দশভুজা নারীশক্তির উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের স্পর্শ শাখার সহযোগিতায় সোমবার রাতে বেনাচিতি ভ্রাতৃ সংঘ ক্লাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ১১জন মহিলা সহ মোট ১৭ জন রক্তদান করেন। দুর্গাপুর দশভুজা নারীশক্তির সম্পাদিকা শোভা বিশ্বাস রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম এর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী, রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, রাজেশ পালিত, শম্পা দে প্রমুখ। রক্তদাতাদের শুভেচ্ছা স্মারক ও গাছের চারা প্রদান করা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুর ফরিদপুর ব্লক পিএইচই ঠিকা কর্মীদের উদ্যোগে এবং প্রয়াস দুর্গাপুর-ফরিদপুর ব্লক ভলান্টারি ব্লাড ডোনার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় মঙ্গলবার লাউদোহা কমিউনিটি হলে শ্রমিকদের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ১জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। শিবিরের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক সুজন চক্রবর্তী। প্রত্যেক রক্তদাতাকে শুভেচ্ছা স্মারক ও গাছের চারা প্রদান করা হয়। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।