দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজ্য তথা দেশ এমন কী বিদেশেও বিভিন্ন জায়গায় বুধবার রাতে আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচি নেওয়া হয়। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও কঠোর সাজা এবং মেয়েদের নিরাপত্তার দাবি জানানো হয়। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে বিভিন্ন জায়গার সঙ্গে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানেও এই কর্মসূচির আয়োজন করা হয়।
কয়েক হাজার মহিলা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার তীব্র প্রতিবাদ করেন। চিকিৎসক, শিক্ষক, পড়ুয়া থেকে শুরু করে হাজার হাজার সাধারণ মানুষ এই কর্মসূচিতে যোগ দেন। রাত ১১টা থেকে প্রায় সোয়া ১২টা পর্যন্ত চলে মোমবাতি জ্বালিয়ে এই প্রতিবাদ কর্মসূচি। হাতে প্লাকার্ড নিয়ে দ্রুত বিচারের দাবি তোলেন তাঁরা। অনেকে বিচার চেয়ে স্লোগানও দেন।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
প্রতিবাদে সামিল হয়ে বিশাখা চ্যাটার্জী নামের এক মহিলা বলেন, “এই নির্মম ঘটনা মেনে নেওয়া যায় না। পুলিশের উপর আস্থা নেই বলে আমরা আন্দোলনে নেমেছি। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনার পর প্রিন্সিপ্যাল পদত্যাগ করে কয়েক ঘণ্টার মধ্যে অন্য কলেজের প্রিন্সিপাল হয়ে গেল। এটা কী হচ্ছে? একটা মেয়ে যদি কর্মক্ষেত্রে সুরক্ষিত না থাকে তাহলে রাস্তাঘাটে কী করে সুরক্ষিত থাকবে? দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতেই আজ আমরা শুধু রাজ্যজুড়ে নয় সারা দেশ জুড়ে প্রতিবাদে সামিল হয়েছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।