লোকজন জড়ো করে বাড়ি ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে
দুর্গাপুর দর্পণ, বুদবুদ, ২০ জুলাই ২০২৪: পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) আউশগ্রাম ২ তৃণমূল ব্লক সভাপতি শেখ আব্দুল লালনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন স্থানীয় তিন মহিলা। লালন শেখের হুমকির আতঙ্কে কার্যত গৃহবন্দী বলে দাবি করেছেন তাঁরা। বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। তারপরেও পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ। যদিও শেখ আব্দুল লালন সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
অভিযোগকারী মহিলারা স্বনির্ভর গোষ্ঠী, কোটা মহিলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সঙ্গে যুক্ত। তাঁদের স্বনির্ভর গোষ্ঠীর দখল নিতে এলে শেখ আব্দুল লালনের সঙ্গে তাঁদের সমস্যা হয়। কলকাতা হাইকোর্টে তাঁরা মামলা দায়ের করেন শেখ আব্দুল লালন ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। মহিলাদের অভিযোগ, তারপর থেকে মামলা তোলার জন্য চাপ দেওয়া হচ্ছে। লোকজন জড়ো করে বাড়ি ভাঙচুর করার প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এই ঘটনার নিন্দায় সরব হয়েছে শাসক, বিরোধী সব দলই। এলাকার তৃণমূল নেতা ইন্দ্রজিৎ কোনার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সব সময় মহিলা সশক্তিকরণের পক্ষে। সেখানে এমন ঘটনা নিন্দনীয়। উচ্চ নেতৃত্ব নিশ্চয়ই বিষয়টি দেখবেন। এলাকার সিপিএম নেতা কোহিনুর গাঙ্গুলী জানিয়েছেন, রাজ্যের কোনও মানুষই সুরক্ষিত নয়। বিজেপি নেতা রমন শর্মা বলেন, তৃণমূল দলটা চালায় মাফিয়ারা। ওরাই তৃণমূলের সম্পদ।
একসময় আউশগ্রাম ২ ব্লকে দলের কার্যকরী সভাপতি ছিলেন বালি কারবারি বলে পরিচিত শেখ আব্দুল লালন। তৃণমূল সূত্রে দাবি, আই প্যাকের আপত্তিতে তাঁকে কার্যকরী সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়। পঞ্চায়েত ভোটের আগে ব্লকের সভাপতি রামকৃষ্ণ ঘোষের সঙ্গে দূরত্ব তৈরি হয় আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দারের। বলা হয়, বিধায়ক তখন লালনকে সভাপতি পদে চান। দলীয় নেতৃত্ব রামকৃষ্ণ ঘোষকে সরিয়ে লালনকে সভাপতি করেন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।