মন্দিরে প্রসাদ খেয়ে বাড়ির ফেরার পথে আক্রান্ত মহিলারা, থানা ঘেরাও

দুর্গাপুর দর্পণ, বুদবুদ: মন্দিরে প্রসাদ খেয়ে বাড়ির ফেরার পথে আক্রান্ত মহিলারা। এমন অভিযোগ তুলে শনিবার রাতে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার বুদবুদ থানায থানা ঘেরাও করলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁদের অভিযোগ, পাড়ার মন্দিরে পুজোর প্রসাদ খেয়ে বাড়ি ফেরার পথে এলাকার কয়েকজন রাতের অন্ধকারে তাঁদের উপর চড়াও হয়, তাঁদের মারধর করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
রোহিত সিং, ভুবন দত্ত, সুকুমার রুইদাস, তন্ময় ভান্ডারী ও বিজয় মেকান্ডির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলা সম্পা দাস অভিযোগ করেন, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা গোষ্ঠীর টাকা আত্মসাৎ করেছে। তার প্রতিবাদ করার জন্যই তাঁদের উপর হামলা চালানো হয়। অভিযুক্তরা সবাই বিজেপির সঙ্গে যুক্ত বলেও দাবি করেন তাঁরা। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

