দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আরজি করের তরুণী চিকিৎসকের নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় সব দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বেনাচিতিতে মোমবাতি মিছিল হয়। শহরের মহিলারা বেনাচিতির রাস্তায় প্রতিবাদে নামেন। হাতে মোমবাতি নিয়ে মিছিল করেন তাঁরা। কাইজার মোড়ে জমায়েত হয়ে মোমবাতি প্রজ্জ্বলন করে আগুনের পরশমণি গানের মধ্য দিয়ে মৃত তরুণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান এলাকার বহু মহিলা এবং বিভিন্ন পেশায় যুক্ত মানুষজন। সবার একটাই দাবি, সুবিচার চাই।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।