কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ জুলাই ২০২৪: কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল শ্রমিকের। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানায় দুর্ঘটনাটি ঘটে। মৃত শ্রমিকের নাম মনোজ মাহাতো (২৭)। বাড়ি পুরুলিয়ার গোপীনাথপুর এলাকায়। তিনি কারখানার স্থায়ী শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার সকালে কর্মরত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আইএনটিটিইউসির অভিযোগ, কারখানায় উপযুক্ত নিরাপত্তা বিধি পালন করা হয় না। মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। কারখানার জেনারেল ম্যানেজার অশোক সিং বলেন, “যে কোনও দুর্ঘটনা দুঃখজনক। আমরা মৃত শ্রমিকের পরিবারের পাশে আছি।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।