দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ৩ আগস্ট ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা থানার বাঁশকোপা এলাকায় একটি বেসরকারি কারখানায় পাইপ চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বাঁশকোপা গ্রামের বাসিন্দা ৫৮ বছরের ছিদাম দাস শুক্রবার গভীর রাতে কারখানায় পাইপ সরানোর কাজ করছিলেন। তখনই তিনি পাইপ চাপা পড়ে গুরুতর জখম হন। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের একজনের কাজের দাবিতে শনিবার বিক্ষোভ শুরু হয় কারখানায়। কারখানা কর্তৃপক্ষের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি বিক্ষোভকারীদের। তাঁরা জানান, কারখানার বার বার দুর্ঘটনা ঘটছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছেন না। পুলিশ বিক্ষোভ ওঠাতে গেলে ধস্তাধস্তি বেঁধে যায়। শেষ পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণের দাবি মেনে নেন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।