দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ৩০ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার গোপালপুর শিল্প তালুকে ভোর থেকে শ্রমিক মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা। কারখানার আধিকারিককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে রয়েছে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। গিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।
একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার শ্রমিক, গোপালপুরের বাসিন্দা সুজয় বিশ্বাস (২৬) শুক্রবার রাতে কারখানার ভিতরে ট্রাকের ধাক্কায় মারা যান বলে জানিয়েছেন শ্রমিকেরা। সন্ধ্যার সময় শ্রমিকেরা কাজে ঢুকেছিলেন। রাতে কাজ শেষে তাঁরা বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সুজয়কে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
স্থানীয়রা খবর পেয়ে কারখানার ভেতর ঢুকে যায়। তাঁদের অভিযোগ, দেহ চার চাকা গাড়িতে করে অন্যত্র গায়েব করার পরিকল্পনা করছিলেন কারখানা কর্তৃপক্ষ। তাঁরা ঢুকে পড়ায় তা করতে পারেননি। ব্যাপক ভাঙচুর চালানো হয় ওই গাড়ি এবং ট্রাকটি। ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।
আসেন দুর্গাপুর বিধায়ক বিজেপি লক্ষণ ঘড়ুই। কেন মৃতের দেহ গায়েব করা হচ্ছিল সেই প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন। কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে এলে শ্রমিকদের ক্ষোভের মুখে পড়ে। মারধর করা হয় এক আধিকারিককে। ক্ষতিপূরণের দাবিতে এবং উপযুক্ত তদন্তের দাবিতে পুলিশকে ঘিরেও বিক্ষোভ হয়। যতক্ষণ না মৃত শ্রমিকের পরিবারকে নায্য ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ দেহ রেখে বিক্ষোভ চলবে বলে জানান শ্রমিকেরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)