দুর্গাপুর, ৭ মে ২০২৪: নির্মিয়মান ফ্ল্যাটের ৯ তলা থেকে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। সোমবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসার কালীগঞ্জ এলাকার ঘটনা। মৃত নির্মাণ কর্মীর নাম সোম সোরেন (৩২)। আউসগ্রামের লোহারকোন্দার বাসিন্দা। ক্ষতিপূরণ ও মৃতের স্ত্রীর কাজের দাবিতে মঙ্গলবার প্রোমোটারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন।
পার্শ্ববর্তী আবাসনের বাসিন্দা সুতপা বোসের অভিযোগ, শ্রমিকরা কাজ করেন। কিন্তু তাঁদের কোনও নিরাপত্তা নেই। সোমবার বিকেলে কাজ করতে করতে ন’তলা থেকে মালবাহী লিফটের ধাক্কায় পড়ে যান ওই কর্মী। চোখের সামনে এমন মৃত্যু দেখে তাঁরা আতঙ্কিত। এইভাবে কাজ হতে থাকায় তাঁদের আবাসনেও বালি-পাথর ঢুকে যায়। একাধিকবার প্রোমোটারদের জানানো সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
মৃত নির্মাণ কর্মীর এক আত্মীয় অভিযোগ করেন, তাঁদের জানানো হয়েছিল ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে সোমের। তাঁরা এসে জানতে পারেন যে লিফটের ধাক্কায় ছাদ দেখে পড়ে যান সোম। কোনও নিরাপত্তা না থাকার জন্যই এই দুর্ঘটনা। ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও মৃতের স্ত্রীকে কাজ দেওয়ার দাবি জানান তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।