দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের তিলাবনিতে ইসিএলের একটি প্রজেক্টের কাজ চলছে। সোমবার সেই প্রজেক্টের কাজ বন্ধ করে ছয়টি শ্রমিক সংগঠনের য়ৌথ নেতৃত্বে বিক্ষোভ শুরু করেন খনি কর্মীরা। তাঁদের অভিযোগ, শ্রমিকদের অন্যত্র বদলি করার চক্রান্ত করছেন ইসিএল কর্তৃপক্ষ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
আইএনটিটিইউসি অনুমোদিত কয়লা খাদান শ্রমিক সংগঠনের নেতা বলাই ব্যানার্জি ও সিটু নেতা জগন্নাথ মুখার্জি অভিযোগ তোলেন, শ্রম বিরোধী নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাঁরা। অনেক শ্রমিককে অন্যত্র বদলি করা হয়েছে। তাঁদেরও বদলি করা হতে পারে, সেই আশঙ্কাতেও রয়েছেন তাঁরা। তার প্রতিবাদেই এই আন্দোলন। যদিও দুপুর ২টা নাগাদ ইসিএল কর্তৃপক্ষের আশ্বাসে ওঠে বিক্ষোভ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।