You are currently viewing আইএনটিটিইউসি’র সমর্থকদেরই বসিয়ে দেওয়া হল কাজ থেকে? কারখানার গেটে চলছে বিক্ষোভ

আইএনটিটিইউসি’র সমর্থকদেরই বসিয়ে দেওয়া হল কাজ থেকে? কারখানার গেটে চলছে বিক্ষোভ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ নভেম্বর ২০২৩: আইএনটিটিইউসি’র সমর্থকদেরই বসিয়ে দেওয়া হল কাজ থেকে? এমনই অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে কাঁকসার বামুনাড়া শিল্পতালুকে এক বেসরকারি কারখানার বিরুদ্ধে। সকাল থেকে কারখানার গেটে চলছে বিক্ষোভ।

বামুনাড়া শিল্পতালুকে ওই বেসরকারি রড তৈরির কারখানার ছাঁটাই হওয়া শ্রমিকরা এদিন রীতিমতো আইএনটিটিইউসি ও তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হন। মোট ৭২ জন ঠিকা শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, সেই জায়গায় ভিন রাজ্য থেকে শ্রমিক এনে কাজ করানো হচ্ছে। প্রায় ১৫-২০ বছর ধরে কাজ করার পরে আচমকা বসিয়ে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। যতক্ষণ না পুনর্বহাল না করা হচ্ছে ততক্ষণ কারখানার গেট আটকে রেখে বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে কাঁকসা থানার পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply