Durgapur News: আসানসোলে মজুরী ৩৪৭ টাকা, দুর্গাপুরে কেন মাত্র ২০২ টাকা?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ আগস্ট ২০২৩: সরকার নির্ধারিত নূন্যতম বেতন, পিএফ, ইএসআই, সুরক্ষা সরঞ্জাম, আই কার্ড প্রভৃতি দাবিতে সোমবার আইএনটিইউসির নেতৃত্বে পুরসভার সাফাই কর্মীরা দুর্গাপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, আসানসোলের সাফাই কর্মীরা পান দিনে ৩৪৭ টাকা বেতন। অথচ দুর্গাপুরে দেওয়া হয় মাত্র ২০২ টাকা। এই বৈষম্য মানা হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
আইএনটিইউসি’র জেলা সভাপতি সুভাষ সাহা বলেন, কিছুদিন আগে নির্মল বাংলা প্রকল্পে প্রায় ৪০০ জন চালক, খালাসি নেওয়া হয়। কিন্তু বর্তমান সাফাই কর্মীদের প্রাধান্য দেওয়া হয়নি। অথচ ওই চালক, খালাসিরা ঢুকেই ৩৭৬ টাকা করে দৈনিক মজুরি পাবেন। পুরসভার সামনের রাস্তায় বিক্ষোভকারীরা বসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।