প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোয়েম্বাটোরের চিন্ময় মিশন ইন্টারন্যাশনাল স্কুলের রেসিডেন্ট ডিরেক্টর স্বামী অনুকূলানন্দ।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ এপ্রিল ২০২৪: প্রতি বছর ৭ এপ্রিল পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস (World Health Day)। স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সবার জন্য সুষ্ঠ স্বাস্থ্য পরিষেবা প্রদানের বিষয়টি সুনিশ্চিত করার জন্য এই দিনটি পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Academy of Professional Courses (BCRAPC) কলেজেও দিনটি পালন করা হয়। উদ্দেশ্য, ভবিষ্যৎ জীবনের জন্য সুস্থ ও স্বাস্থ্যবান থাকা কত জরুরী এবং তা নিশ্চিত করতে গেলে কীভাবে জীবন যাপন করতে হবে তা পড়ুয়াদের মনে করিয়ে দেওয়া।
কলেজের হসপিট্যাল ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের এবারের বিষয় ছিল “Spiritual, Mental and Holistic Health”। দুলাল মিত্র প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোয়েম্বাটোরের চিন্ময় মিশন ইন্টারন্যাশনাল স্কুলের রেসিডেন্ট ডিরেক্টর স্বামী অনুকূলানন্দ। অনুষ্ঠানে প্রায় ৫০০ জন পড়ুয়া উপস্থিত ছিলেন।কলেজের ছাত্রী রূপসা মুখার্জির ধর্মীয় শ্লোক উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর গাছে জল দেন উপস্থিত সম্মানীয় প্রতিনিধি Dr. B. C. Roy Society এর মুখ্য পরামর্শদাতা তথা MAKAUT এর প্রাক্তন উপাচার্য ডঃ সৈকত মৈত্র, সভাপতি তথা মিশন হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সত্যজিৎ বসু, সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, BCRAPC এর অধ্যক্ষ ডঃ রাজীব রায়, Dr. B. C. Roy Engineering College এর অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার এবং অনুষ্ঠানের আহ্বায়ক অপূর্ব চক্রবর্তী।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্বামী অনুকূলানন্দ তাঁর মূল্যবান বক্তব্যে পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, সুস্থ জীবনের জন্য তিনটি মন্ত্র রয়েছে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যেতে হবে। রাত ১০টার মধ্যে বিছানায় যেতে হবে। অন্তত ৬ ঘন্টা ঘুমোতে হবে। এছাড়া স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং সুষম লাইফস্টাইল মেনে চলতে হবে। প্রসঙ্গত, দিনটি উপলক্ষে Dr. B. C. Roy Society Group এর অন্যান্য কলেজেও বিভিন্ন কর্মকান্ড আয়োজিত হয়। যেমন, Dr. B. C. Roy Engineering College এর NSS এবং NCC শাখার তরফে ১২ জন পড়ুয়া এদিন বামুনাড়া আদিবাসী প্রাথমিক স্কুলে গিয়ে সামাজিক কাজ করেন। Dr. B.C. Roy College of Pharmacy & AHS এবং Dr. B.C.Roy Polytechnic এর তরফে স্বাস্থ্য বিষয়ক বিতর্ক সভার আয়োজন করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।