বাজারে আগুন, স্কুলে মিড ডে মিল নিয়ে দুশ্চিন্তা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ জুলাই ২০২৩: বাজারে আগুন লেগেছে। স্কুলে মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে দুশ্চিন্তায় শিক্ষকেরা। আলু-পেঁয়াজ প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা। পটল, বেগুন ৪০-৫০ টাকা। আদা ৩০০-৩৫০ টাকা। কাঁচালঙ্কা ১৫০-২০০ টাকা। আবার সপ্তাহে একদিন ডিম দেওয়ার কথা। এছাড়া মশলাপাতি, ডাল, জ্বালানি গ্যাসের দামও দিন দিন বেড়েই চলেছে।
জানা গিয়েছে, মিড ডে মিলের জন্য প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মিড ডে মিলে প্রত্যেক পড়ুয়ার জন্য বরাদ্দ পাঁচ টাকা ৪৫ পয়সা। ষষ্ঠ-অষ্টম শ্রেণির জন্য বরাদ্দ আট টাকা ১৭ পয়সা। এই টাকায় কীভাবে এসব সম্ভব হবে? প্রশ্ন শিক্ষকদের। মিড ডে মিল চালুর উদ্দেশ্য, পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা। কিন্তু এই টাকায় এই মূল্যবৃদ্ধির বাজারে আদৌ সেই উদ্দেশ্য পূরণ করা সম্ভব?
শিক্ষকেরা জানিয়েছেন, জিনিসপত্রের দাম যে ভাবে বাড়ছে তাতে বরাদ্দ টাকায় পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়া অসম্ভব। মাঝে দু’মাসের জন্য বরাদ্দ বেড়েছিল। তাতে খাবারের মানও বেড়েছিল। বর্তমানে অধিকাংশ স্কুলে কার্যত শিক্ষকেরাই পকেট থেকে টাকা দিয়ে মিড ডে মিলের ব্যবস্থা করছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।