দুর্গাপুর, ৩০ এপ্রিল ২০২৪: অন্ডালের খান্দরায় আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে জনসভায় যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, আবাস যোজনায় উত্তরপ্রদেশে ৫৭লক্ষ বাড়ি বানানো হয়েছে। বাংলাতে দুর্নীতির জেরে বন্ধ আবাস যোজনা। তৃণমূলকে রীতিমত এক হাত নিলেন যোগী।
স্টেজে উঠে তাঁর প্রথম প্রশ্ন,”বাংলা উত্তর প্রদেশ মডেল চাইছে, আপনারা চাইছেন তো?” তাঁর দাবি, আবাস যোজনায় উত্তরপ্রদেশে ৫৭ লক্ষ বাড়ি বানানো গেছে। কিন্তু বাংলায় বানাতে দেওয়া হচ্ছে না। তৃণমূল, কংগ্রেস আর সিপিএম তিন দলের নাম আলাদা হলেও কোনও পার্থক্য নেই ওই তিন দলের। দুর্নীতিরও একই কায়দা। যোগীর দাবি, এই তিনদলকে বিশ্বাস করা যায় না।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তিনি জানিয়েছে, আধ্যাত্মিক পরম্পরাকে আগে বাড়াতেই তিনি বাংলায় প্রচারে এসেছেন। যেখানে লেখা হয়েছিল বাংলার রামায়ণ, সেখানে জয় শ্রীরাম বললেও গুলি করে দেওয়া হচ্ছে। যারা বাংলার কৃষ্টি, সংস্কৃতি নষ্ট করেছে তাঁদেরকে ভোট দিয়ে ভুল করবেন না কড়া বার্তা দেন তিনি। ভোট বাক্সে ভোট টানতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি অযোধ্যার মতো রাম মন্দির বাংলাতেও তৈরী হতে পারে। সন্দেশখালী প্রসঙ্গে তিনি বলেন মাফিয়া রাজের অবসান হওয়া উচিত। উত্তরপ্রদেশের মাফিয়ারা বিজেপি শাসনে সন্ত্রস্ত। সন্দেশখালীর মত ঘটনা ঘটছে আর ওদের বাঁচানোর চেষ্টা করছে এই তৃণমূল সরকার। এদিন সভায় সুরিন্দর সিং আলুওয়ালিয়া, লক্ষ্ণণ ঘোড়ুই, জিতেন্দ্র তিওয়ারি সহ বিজেপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।