দুর্ঘটনায় দুর্গাপুর আদালতের তরুণ আইনজীবীর মৃত্যু

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ জুলাই ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর (Durgapur) আদালতের এক তরুণ আইনজীবীর (lawyer) মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। মৃতের নাম অভিরূপ চট্টোপাধ্যায় (৩০)। তাঁর বাড়ি পান্ডবেশ্বরে। তবে সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা টাউনশিপে থাকতেন তিনি। বৃহস্পতিবার সকালে বাইকে করে তিনি আদালতে যাচ্ছিলেন।
সেই সময় পুরসভার সাফাই ভ্যানের ধাক্কায় তিনি বাইক থেকে ছিটকে পড়েন। তাঁকে উদ্ধার করে গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবরে আদালতে শোকের ছায়া নেমে আসে। দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।