দুর্গাপুর দর্পণ, অন্ডাল: শুক্রবার বিকালে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডালের এক যুবক নদীতে তলিয়ে যায়। ঘন্টা তিনেক পরে তার দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃতের নাম রাহুল সিং (২০)। সে মূক ও বধির। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। এদিন দুপুরে অন্ডাল থানা রোডের ৮ জন যুবক মনসা মূর্তির পুরনো কাঠামো বিসর্জন দিতে যায় সিঙ্গারণ নদে। সেই সময় পা-হড়কে নদীর জলে তলিয়ে যায় রাহুল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
শনিবার মনসা পুজো। তার আগে পুরনো ঠাকুরের কাঠামো নদীতে বিসর্জন দেওয়ার নিয়ম। সেই নিয়ম মানতেই এদিন দুপুর ৩টা নাগাদ তারা যায় সিঙ্গারণ নদে কাঠামো বিসর্জন দিতে। তখন রাহুল নদীতে পড়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা নদীর জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পুলিশ পৌঁছে জেসিবি দিয়ে নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি শুরু করে। শেষ পর্যন্ত সন্ধ্যা ছ’টা নাগাদ পুলিশ রাহুলের দেহ উদ্ধার করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।