বচসা তুঙ্গে, রড দিয়ে পিটিয়ে খুন

বচসা তুঙ্গে, রড দিয়ে পিটিয়ে খুন
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মদ্যপ অবস্থায় এক যুবক লোহার রড দিয়ে আঘাত করল এক ব্যক্তিকে। হাসপাতালে চিকিৎসাকালীন অবস্থায় মৃত্যু হল তাঁর। এই ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কোকওভেন থানার ভগৎ পল্লী এলাকায়। অভিযুক্ত যুবক থানায় গিয়ে আত্মসমর্পন করেছে। বুধবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।

মৃতের নাম যীশু কুমার ওরফে রাজেশ। বাড়ি ৩০ নম্বর ওয়ার্ডের ভগৎপল্লীতে। স্থানীয় সূত্রে জা’না যায়, পেশায় ট্যাঙ্কার চালক বছর ৪৬ এর যীশু ২০ দিন পর মঙ্গলবার দুপুরে কাজ সেরে বাড়ি ফেরে। অভিযোগ, পিন্টু বাউড়ি করঙ্গপাড়া গ্রামের চার মাথা মোড়ের কাছে গাছের তলায় বসে মদ্যপ অবস্থায় যীশুকে গালিগালাজ করে। যীশু প্রতিবাদ করেন। অভিযোগ, দু’জনের বচসার মাঝে যীশুর মাথায় লোহার রড দিয়ে মারে পিন্টু।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যীশু। আশপাশের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর মৃত্যু হয়। অবস্থা বেগতিক বুঝে থানায় এসে আত্মসমর্পন করে অভিযুক্ত পিন্টু বাউরী। কোকওভেন থানার পুলিশ তাকে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
বচসা তুঙ্গে, রড দিয়ে পিটিয়ে খুন
News
বচসা তুঙ্গে, রড দিয়ে পিটিয়ে খুন
:
অভিযোগ, পিন্টু বাউড়ি করঙ্গপাড়া গ্রামের চার মাথা মোড়ের কাছে গাছের তলায় বসে মদ্যপ অবস্থায় যীশুকে গালিগালাজ করে। যীশু প্রতিবাদ করেন। অভিযোগ, দু'জনের বচসার মাঝে যীশুর মাথায় লোহার রড দিয়ে মারে পিন্টু।
Published By
Publisher
Durgapur Darpan
Publisher Logo
error: Content is protected !!