দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ ফেব্রুয়ারি ২০২৪: দাদাকে ‘শিক্ষা’ দিতে ভাইঝির গলা কাটল যুবক! এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে মালদহে (Malda)। দাদা মারধর করত। তাই বদলা হিসাবে দাদার মেয়ে অর্থাৎ ভাইঝিকে গলা কেটে খুন করল ওই যুবক। এমনই অভিযোগ উঠেছে শ্রীকান্ত কেশরীর বিরুদ্ধে। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে সে।
খুনের তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কাকা ভাইঝিকে ফটো তোলার নাম করে নিয়ে যায়। তাকে বলে যে তার বাবাকে ভয় দেখাতে তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ছবি তুলে সেই ছবি বাবাকে পাঠানো হবে ভয় দেখাতে। ভাইঝি কাকাকে বিশ্বাস করে। গলায় ছুরি ধরে ছবি তোলার ভঙ্গীমা করতে করতেই ভাইঝির গলা কেটে দেয় অভিযু্ক্ত। সোমবার থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।