আইসক্রিম কারখানার ডিপ ফ্রিজ থেকে বের হল এক ব্যক্তির নগ্ন দেহ, রহস্য মালদহে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৩ জুলাই ২০২৪: ডিপ ফ্রিজের ভিতর থেকে বেরোলো যুবকের নগ্ন দেহ! পুরাতন মালদহের (Maldah) একটি আইসক্রিম কারখানার ঘটনা। সোমবার সকালে এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় পুরসভার বাচামারি কলোনি লাগোয়া মোড় এলাকায়। জানা গিয়েছে, ওই যুবকের নাম মৃণালকান্তি বসু। বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁয়। গত ৭ বছর ধরে তিনি ওই কারখানার গাড়িচালক ছিলেন। ফ্রিজের বাইরে একটি মদের বোতল পাওয়া গিয়েছে। যুবককে খুন করা হয়েছে কি না তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

রাতে তিনি কারখানার ভিতরেই থাকতেন। দরজা ভিতর থেকে তালাবন্ধ করে ঘুমোতে যেতেন। এদিনও তিনি সেভাবেই ভিতর থেকে দরজা তালা দিয়ে দেন। তারপরে তার দেহ কিভাবে ডিপ ফ্রিজ থেকে উদ্ধার হল এবং তাও আবার সম্পূর্ণ নগ্ন অবস্থায়, পুলিশ সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা শুরু করেছে। আপাতত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

সোমবার সকালে কারখানার দরজা না খোলায় সন্দেহ হয়। কারখানার ম্যানেজার পিছনের দরজা ভেঙে ভিতরে ঢুকে গাড়ি চালকের খোঁজ শুরু করেন। শেষ পর্যন্ত গোডাউনের একটি বড় ডিপফ্রিজ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। কারখানা কর্তৃপক্ষের দাবি, গাড়িচালক প্রচুর পরিমাণে মদ্যপান করতেন। সম্ভবত গরম থেকে বাঁচতে মদ্যপ অবস্থায় আইসক্রিমের ডিপ ফ্রিজে ঢুকেছিলেন। সেই সময় বাইরে থেকে ডিপ ফ্রিজের ঢাকনা পড়ে গিয়ে অটো লক হয়ে যায়। তিনি আর বেরোতে পারেননি। দমবন্ধ হয়ে মারা যান বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!