মহারাষ্ট্রে সাড়ে তিন কোটি প্রতারণার দায়ে দুর্গাপুর থেকে গ্রেফতার যুবক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ জুলাই ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা অনলাইনে আর্থিক প্রতারণার দায়ে মহারাষ্ট্র পুলিশ এক যুবককে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। মঙ্গলবার রাতে নিবেদিতা প্লেস এলাকা থেকে অঙ্কিত কুমার পান্ডে নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।
বুধবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিন নাকচ করে ৪দিনের ট্রানজিট রিম্যান্ডের নির্দেশ দেন। মহারাষ্ট্রে প্রায় সাড়ে ৩ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই অঙ্কিতকে গ্রেফতার করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।