দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ মার্চ ২০২৪: সিসি ক্যামেরা ভেঙেও রেহাই পেল না চোর। আড়াই লক্ষ টাকা সহ গ্রেফতার যুবক। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ঘটনা। ১৯ নম্বর জাতীয় সড়কে ফরিদপুর ফাঁড়ির কাছে অনলাইন ডেলিভারি সংস্থার অফিস। ক্যাশ অন ডেলিভারির টাকা রাতে রাখা থাকে সংস্থার অফিসেই। সেদিনও আড়াই লক্ষ টাকা রাখা ছিল ক্যাশবাক্সে। সেই টাকাই চুরি করেছিল চোর।
গত ১৯ মার্চ রাতে চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে জানাজানি হয়। দুর্গাপুর থানায় দায়ের করা হয় অভিযোগ।পুলিশ তদন্তে গিয়ে দেখে, সিসি ক্যামেরা ভাঙা। চোর নিজের ছবি যাতে না আসে সেজন্য ক্যামেরা ভেঙে তারপরে চুরি করেছে। কিন্তু পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে গিয়ে দেখে, দরজা ভেঙে চোর ঢোকার এবং চুরি করার মুহূর্তের ফুটেজ মেশিনে রয়েছে। চোরের ছবি দেখে চোখ কপালে ওঠার জোগাড়় ডেলিভারি সংস্থার কর্মীদের। চোর কি না অফিসের গাড়ির চালক রাজু বাউড়ি!
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সেই রাতেই ডিএসপি টাউনশিপের নাগার্জুন এলাকা থেকে রাজু বাউড়িকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় নগদ আড়াই লক্ষ টাকাও। বৃহস্পতিবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। ডেলিভারি সংস্থার অফিসের দায়িত্বে থাকা সৌমেন ঘটক জানান, ২০ মার্চ সকালে দেখেন অফিসের দরজা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন ক্যাশ বাক্স ভাঙা। সেখানে থাকা আড়াই লক্ষ নেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।