দুর্গাপুর দর্পণ, ২২ জুন ২০২৪: বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার মিরেপাড়ার বছর বাইশের যুবক মহম্মদ হাবিবুল্লার বিরুদ্ধে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) তাকে গ্রেফতার করেছে। মানকর কলেজের দ্বিতীয় বর্ষের কম্পিউটার সায়েন্সের ছাত্রের জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
আল কায়দার মতাদর্শে বিশ্বাসী বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর বিরুদ্ধে বাংলাদেশে ধারাবাহিক পদক্ষেপের পরে এই সংগঠন নতুন জঙ্গি সংগঠন ‘শাহাদাত’ গ্রুপ খুলে সদস্য সংগ্রহ সহ অন্যান্য কাজকর্ম পরিচালনা শুরু করে। তাদের মূল উদ্দেশ্য, বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতনের তথ্য জোগাড় করে বিভিন্ন ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে ভুল বুঝিয়ে সংগঠনের সদস্যদের ও নতুন নতুন সদস্য সংগ্রহ করে তাদেরকে বিভিন্ন অপব্যাখ্যা ও মিথ্যা তথ্যের মাধ্যমে দেশের বিচার ও শাসন ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করে তাদের খেপিয়ে তোলে।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সঙ্গে বেশ কিছুদিন ধরেই যোগাযোগের অভিযোগ রয়েছে কাঁকসার ওই ছাত্রের বিরুদ্ধে। তার উপরে গোপনে নজরদারি শুরু হয়। শনিবার মহম্মদ হাবিবুল্লা কাঁকসার মিরেপাড়া এলাকাতেই ছিলেন। শনিবার দুপুরে এসটিএফ হানা দেয় কাঁকসায়। গ্রেফতার করা হয় হাবিবুল্লাকে। কাঁকসা থানায় তাকে নিয়ে গিয়ে দীর্ঘ জেরা করে এসটিএফ। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় হাবিবুল্লা বাংলাদেশের ওই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে তথ্য আদান-প্রদান করত। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে বলে এসটিএফ জানিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।