
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ মার্চ ২০২৪: শিয়ালদহগামী রাজধানী এক্সপ্রেস থেকে ৪৪টি চুরি যাওয়া মোবাইল সহ এক যাত্রীকে গ্রেফতার করেছে আরপিএফ। শনিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর স্টেশনে এলন শেখ নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। তার বাড়ি মালদহের মহবতপুর গ্রামে।
দুর্গাপুর আরপিএফ পোস্ট ইন্সপেক্টর প্রবীণ কুমার গুপ্ত জানান, শনিবার ডাউন শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসের বি-৭ কোচের ৬২ নম্বর সিটে বসে থাকা যাত্রীর আচরণ দেখে সন্দেহ হয়। ট্রেন দুর্গাপুর স্টেশনে পৌঁছালে আরপিএফ ওই যাত্রীর স্যুটকেস তল্লাশি করে। উদ্ধার হয় ৪৪টি মোবাইল ফোন। অভিযুক্তকে দুর্গাপুর জিআরপি-র কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে অন্ডাল জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)