September 28, 2023

পাশাপাশি স্টলে মোদিজি, রাহুলজি! মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ যুব কংগ্রেসের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩০ জুলাই ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতীকি প্রতিবাদ কর্মসূচী যুব কংগ্রেসের। ডিএসপি টাউনশিপের এ-জোনের আশিস মার্কেটে পাশাপাশি দুটি স্টলে খোলা হল দোকান, একটি ‘মোদিজির আচ্ছে দিন কা দুকান’ এবং দ্বিতীয়টি ‘রাহুলজির মহব্বত কা দুকান’। দুটি দোকানেই ডাঁই করে রাখা ছিল টম্যাটো, কাঁচালঙ্কা, রসুন ও আদা।

মোদিজির দোকানে টম্যাটো দেড়শো টাকা কেজি, কাঁচালঙ্কা, রসুন দুশো টাকা কেজি, আদা তিনশো টাকা কেজি। অন্যদিকে রাহুলজির দোকানে টম্যাটো ৪০ টাকা, কাঁচালঙ্কা ও রসুন ১০০ টাকা এবং আদা ৭০টাকা কেজি। বলা বাহুল্য, মোদিজির দোকানে মাছি তাড়াচ্ছেন বিক্রেতা। অন্যদিকে, রাহুলজির দোকানে লম্বা ভিড় ক্রেতাদের।

ক্রেতারা জানাচ্ছেন, কম দামের কথা শুনে তাঁরা এসেছেন। একদিনের জন্য হলেও কিছুটা সুরাহা হল। তাঁদের সবার অভিমত, সরকার অবিলম্বে ব্যবস্থা না নিলে সমস্যা আরও বাড়বে। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, ‘‘সরকারের যাতে হুঁশ ফেরে তাই এই কর্মসূচী নেয় যুব কংগ্রেস। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: