‘গদর ২’ দেখা আর হল না, সিনেমা হলের সিঁড়িতেই মৃত যুবক

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৮ আগস্ট ২০২৩: ‘গদর ২’ দেখা আর হল না। সিনেমা হলের সিঁড়িতেই মৃত্যু হল এক যুবকের। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরির ঘটনা। মৃতের নাম অষ্টক তিওয়ারি (৩২)। শনিবার সন্ধ্যা ৭টা বেজে ৫০ মিনিট নাগাদ ঘটে ঘটনাটি।
জানা গিয়েছে, ফোনে কারওর সঙ্গে কথা বলতে বলতে সিনেমা হলের সিঁড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সিনেমা হলের সিসি ক্যামেরার ফুটেজে সবটা ধরা পড়েছে। পুলিশ সেই ফুটেজ খতিয়ে দেখছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।