দুর্গাপুর দর্পণ, বুদবুদ, ১৫ জানুয়ারি ২০২৩: মকর সংক্রান্তির দিনে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার বুদবুদ থানার অন্তর্গত রনডিহায় দামোদর নদে স্নান করতে এসে তলিয়ে গেল এক যুবক। চার বন্ধু মিলে এসেছিল মকর স্নান করতে। বিকেলে নদীতে নামলে একজন তলিয়ে যায়।
পুলিশ উদ্ধার কাজ শুরু করে। শেষ পর্যন্ত কাঁটা তার ফেলে যুবকের দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুভজিৎ ব্যানার্জি (১৮)। বাড়ি আউশগ্রাম থানার অমরার গড়ে। দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now