দুর্গাপুর দর্পণ, ২৬ জুন ২০২৪: স্নান করতে নেমে জলাশয়ে তলিয়ে গেল যুবক। কলাগাছ ভাসিয়ে উদ্ধার হল তার নিথর দেহ। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসা থানার মলানদিঘির রূপগঞ্জের ঘটনা। মৃত যুবকের নাম উপেন্দ্র সাহানি (১৯)। বিহারের সমস্তিপুরের বাসিন্দা। কাঁকসার আড়া শিবতলায় কৃষি সংক্রান্ত বিপণন সংস্থায় কাজ করত।
জানা গিয়েছে, উপেন্দ্র সাহানির সঙ্গে আরও কয়েকজন যুবক বেশ কিছুদিন ধরে আড়া শিবতলার ওই কৃষি সংক্রান্ত বিপণন সংস্থায় কাজ করে। মাঝেমধ্যেই তারা মলানদিঘির রূপগঞ্জের জলাশয়ে স্নান করতে যেত। বুধবার ৫-৬জন মিলে ওই জলাশয়ে স্নান করতে যায়। জলে নামার পরেই তলিয়ে যেতে থাকে উপেন্দ্র। সঙ্গে সঙ্গে সহকর্মীরা ঝাঁপিয়ে পড়ে। ততক্ষণে উপেন্দ্র তলিয়ে যায়।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্থানীয় বাসিন্দারা দ্রুত জলাশয়ে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মলানদিঘি ফাঁড়ির পুলিশ। প্রায় আধঘন্টা পর স্থানীয়রা উপেন্দ্রকে উদ্ধার করেন। কলা গাছে ভাসিয়ে, কোনওক্রমে পাড়ে নিয়ে আসেন। দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, কলেজের ছেলেমেয়েরাও মাঝেমধ্যে এই জলাশয়ে স্নানে নামে। আবার বাইরে থেকেও বহু মদ্যপ যুবক স্নান করতে আসে। নজরদারি বাড়ানোর দাবি জানান তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।