October 3, 2023

মায়ের সঙ্গে পরকায়ীর শাস্তি গোপনাঙ্গ কেটে খুন!

murder male

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৩ জুন ২০২৩: মায়ের সঙ্গে পরকায়ী চলছে এক নিরাপত্তা রক্ষীর (security guard)। স্রেফ এই সন্দেহের বশেই তাকে গোপনাঙ্গ (private parts) কেটে খুন (Murder) করল ছেলে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ের (Lucknow)। অভিযুক্ত যুবকের নাম অনুপম তিওয়ারি।

পুলিশ জানিয়েছে, মৃত নিরাপত্তা রক্ষীর নাম সিদ্ধার্থ মিশ্র (৩৪)। অনুপমের বাবা শয্যাশায়ী। মা-বাবার সঙ্গে বনিবনা নেই অনুপমের। আলাদা থাকে অনুপম। কিন্তু তার মায়ের সঙ্গে সিদ্ধার্থ ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছে বলে খবর পায়। এরপরেই তার সব রাগ গিয়ে পড়ে সিদ্ধার্থের উপর।

সিদ্ধার্থকে মদ খাওয়ার জন্য ডেকে নিয়ে যায় বাঁধের ধারে। সিদ্ধার্থ নেশাগ্রস্ত হয়ে পড়লে ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়ে অনুপম তার গোপনাঙ্গ কেটে নেয় বলে অভিযোগ। এরপরেই সে পালিয়ে যায়। পুলিশ রক্তাক্ত দেহ উদ্ধার করে। অনুপমের ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে অনুমপমকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Verified by MonsterInsights