দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ ফেব্রুয়ারি ২০২৪: গাছে ঝুলছে গ্রামের যুবক সৌগত রায়ের (৩০) দেহ। মাদক খেয়ে এমন বহু প্রাণ অকালে ঝড়ে যাচ্ছে। এমন অভিযোগ তুলে বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার কুলডিহায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
স্থানীয়রা জানান, সৌগত পেশায় ইলেকট্রিক বিভাগের ঠিকাদার ছিলেন। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে স্থানীয়রা দেখতে পান, এলাকারই জঙ্গলে ঝুলছে তাঁর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা সূর্যদেব মুখার্জি অভিযোগ করেন, এলাকা জুড়ে বাড়ছে মাদকের কারবার। একাধিকবার পুলিশকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না মাদক কারবারিদের বিরুদ্ধে। দ্রুত মাদক কারবারিদের গ্রেফতার করা না হলে আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দেন স্থানীয়রা। পরে পুলিশদের আশ্বাসে ওঠে বিক্ষোভ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।