September 26, 2023

সিপিএমের ভোটে উপপ্রধান হওয়ার শাস্তি! বহিস্কার করা হল যুব তৃণমূল সভাপতিকে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ আগস্ট ২০২৩: সিপিএমের ভোটে তৃণমূলের উপপ্রধান। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) খান্দরা পঞ্চায়েতে ২৩টি আসনের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছে তৃণমূল। ৩টি আসন পেয়েছে সিপিএম। বৃহস্পতিবার বোর্ড গঠন করা হয় এই পঞ্চায়েতে। দলের তরফে পাঠানো তালিকায় উপপ্রধানের নাম ছিল আশিস ভট্টাচার্য। কিন্তু দলেরই কেউ কেউ তাঁকে মানতে চাননি।

দেখা যায়, তৃণমূলের ২০জন সদস্যের মধ্যে ১০জন আশিস ভট্টাচার্যের সঙ্গে। বাকি ১০জন তাঁর বিরুদ্ধে। এই সময়েই সিপিএমের তরফে তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা ব্লক যুব তৃণমূল সভাপতি গণেশ বাদ্যকরের নাম উপ প্রধানের পদের জন্য প্রস্তাব করা হয়। ভোট হয়। যথারীতি সিপিএমের সমর্থনে ১৩-১০ ভোটে  জিতে যান গণেশ বাদ্যকর। কিন্তু রাতেই তাঁকে দল বিরোধী কাজের জন্য বহিস্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক মন্ডল।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: