দুর্গাপুরবাসীর জন্য সুখবর! এবার অতি সহজেই ঘরে বসে নায্য মূল্যে মিলবে অ্যাম্বুল্যান্স
যাত্রী সাথী অ্যাপে যুক্ত হল অ্যাম্বুল্যান্স পরিষেবা
সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: এবার থেকে জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্স জোগাড় করা আরও সহজ হতে চলেছে। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ‘যাত্রী সাথী’ অ্যাপে মিলবে অ্যাম্বুল্যান্স পরিষেবা। বুধবার পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী আসানসোলে সাংবাদিক বৈঠক করে একথা জানান। তিনি জানান, এই অ্যাপে মোট ১৭০টি অ্যাম্বুল্যান্স যুক্ত থাকছে। অ্যাপের মাধ্যমে যে কেউ সহজে অ্যাম্বুল্যান্স বুক করতে পারবেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুরেও এই পরিষেবা চালু হয়ে গিয়েছে। এখানে প্রায় ৬৮টি অ্যাম্বুল্যান্স পরিষেবায় যুক্ত করা হয়েছে। যে কেউ ‘যাত্রী সাথী’ মোবাইল অ্যাপ ডাউনলোড করে সহজেই নিজের প্রয়োজন অনুযায়ী অ্যাম্বুল্যান্স বুক করতে পারবেন। এতে জরুরি মুহূর্তে রোগী পরিবহনে আর কোনও ঝামেলা বা দালালচক্রের মুখোমুখি হতে হবে না সাধারণ মানুষকে। বৃহস্পতিবার সকাল থেকে ট্রাফিক পুলিশের আধিকারিকেরা বিভিন্ন হাসপাতালের সামনে গিয়ে রোগীর পরিবারের লোকজনকে নতুন এই সরকারি পরিষেবা সম্পর্কে সচেতন করতে শুরু করেছেন।
এসিপি (ট্রাফিক) রাজকুমার মালাকার জানান, এখন থেকে নায্য মূল্যে অতি সহজে অ্যাম্বুল্যান্স জোগাড় করে নিতে পারবেন সাধারণ মানুষ। এর ফলে অতিরিক্ত ভাড়া দিতে হবে না আর কাউকে। স্থানীয়রা জানিয়েছেন, এর ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বিশেষ করে দুর্গাপুর ও আসানসোলের মতো শিল্পাঞ্চলে যেখানে দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতার ঘটনা প্রায়শই ঘটে, সেখানে এই পরিষেবা বিপুল উপকারে আসবে বলে আশা করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


