নবী দিবসে রক্তদান শিবির হল বরজোড়ার নতুন কাটাবাঁধ গ্রামে
ব্যাপক সাড়া মিলল রক্তদান শিবিরে
দুর্গাপুর দর্পণ, বাঁকুড়া: পবিত্র নবী দিবস উপলক্ষে বাঁকুড়া (Bankura) জেলার বরজোড়া থানার হাট আশুরিয়ার নতুন কাটাবাঁধ গ্রামে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আশিকে রসূল যুবক কমিটি এই রক্তদান শিবিরের আয়োজন করে। এদিনের রক্তদান শিবিরে মোট ৮০ জন রক্তদান করেন। তাঁদের মধ্যে ৪৮ জন পুরুষ এবং ৩২ জন মহিলা। রক্ত সংগ্রহ করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। শিবিরে উপস্থিত ছিলেন বরজোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। কমিটির তরফে জানানো হয়েছে, গত বছর থেকে নবী দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


