খানা জংশনে ইন্টারলকিং কাজের জন্য বাতিল ট্রেন ও ঘুরপথে যাওয়া ট্রেনের তালিকা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: হাওড়া ডিভিশনের খানা জংশন রেল স্টেশনে ইন্টারলকিং কাজের জন্য ০২/১২/২০২৫, মঙ্গলবার থেকে ০৮/১২/২০২৫, সোমবার পর্যন্ত ব্লক নেওয়া হয়। এর ফলে অধিকাংশ ট্রেন বাতিল থাকবে অথবা ঘুরপথে যাতায়াত করবে।
বাতিল ট্রেনের তালিকা:
১) ১২৩৩৭ হাওড়া – বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস : ০৬/১২,৭/১২ বাতিল থাকবে। ২) ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন – হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস : ০৬/১২,৭/১২ বাতিল থাকবে। ৩) ১২৩৪৭ হাওড়া – রামপুরহাট শহীদ সুপারফাস্ট এক্সপ্রেস : ০৬/১২,৭/১২ বাতিল থাকবে। ৪) ১২৩৪৮ রামপুরহাট – হাওড়া শহীদ সুপারফাস্ট এক্সপ্রেস : ০৬/১২,৭/১২ বাতিল থাকবে। ৫) ১২৩৮৩ শিয়ালদহ – আসানসোল ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস : ০৬/১২ বাতিল থাকবে। ৬) ১২৩৮৪ আসানসোল – শিয়ালদহ ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস : ০৬/১২ বাতিল থাকবে। ৭) ১৩০১১ হাওড়া – মালদা ইন্টারসিটি এক্সপ্রেস : ০৫/১২,০৬/১২,৭/১২ বাতিল থাকবে। ৮) ১৩০১২ মালদা – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস : ০৬/১২,৭/১২,০৮/১২ বাতিল থাকবে। ৯) ১৩১৭৯ শিয়ালদহ – সিউড়ী মেমু এক্সপ্রেস ০৫/১২,০৬/১২ বাতিল থাকবে। ১০) ১৩১৮০ সিউড়ী – শিয়ালদহ মেমু এক্সপ্রেস ০৬/১২,০৭/১২ বাতিল থাকবে। ১১) ১৩১৮৭ শিয়ালদহ – রামপুরহাট মা তারা এক্সপ্রেস ০৬/১২,০৭/১২ বাতিল থাকবে। ১২) ১৩১৮৮ রামপুরহাট – শিয়ালদহ মা তারা এক্সপ্রেস ০৬/১২,০৭/১২ বাতিল থাকবে। ১৩) ২২৩২১ হাওড়া – সিউড়ী হুল সুপারফাষ্ট এক্সপ্রেস ০৬/১২,০৭/১২ বাতিল থাকবে। ১৪) ২২৩২২ সিউড়ী – হাওড়া হুল সুপারফাষ্ট এক্সপ্রেস ০৬/১২,০৭/১২ বাতিল থাকবে। ১৫) অধিকাংশ বর্ধমান – রামপুরহাট মেমু এবং বর্ধমান – আসানসোল মেমু ০৫/১২, ০৬/১২,০৭/১২ তারিখে বাতিল থাকবে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
রুট পরির্বতন:
১) দার্জিলিং মেল, গনদেবতা এক্সপ্রেস, আজিমগঞ্জ কবিগুরু উভয় দিকে ব্যান্ডেল – কাটোয়া – আজিমগঞ্জ হয়ে যাতায়াত করবে।
২) সরাইঘাট এক্সপ্রেস, হলদিবাড়ি এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, যোগবানি এক্সপ্রেস, জামালপুর কবিগুরু এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, জয়নগর এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পথ পরিবর্তন করে উভয়দিকে ব্যান্ডেল কাটোয়া – আহমদপুর হয়ে চলাচল করবে
২২৩০১ এনজিপি বন্দেভারত এক্সপ্রেস ০৭/১২, ৭০ মিনিট দেরিতে হাওড়া ছাড়বে।
বর্ধমান – তিনপাহাড় মেমু প্যাসেঞ্জার ০৬/১২ তারিখে ৪০ মিনিট দেরীতে ছাড়বে।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


