BCREC-এর টেক ফেস্টে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র বিজ্ঞানী

BCREC-এর টেক ফেস্টে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র বিজ্ঞানী
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ড. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজে (BCREC) বৃহস্পতিবার বার্ষিক টেক ফেস্ট ‘হরাইজন 2k25’ (Horizon 2k25) এর উদ্বোধন করেন ক্যালিফোর্নিয়ার নাসা জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র বিজ্ঞানী ড. গৌতম চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ভাস্কর গুপ্ত। ড. বি. সি. রায় সোসাইটির সাধারণ সম্পাদক  এবং সভাপতি ডাঃ সত্যজিৎ বসু যথাক্রমে ড. চট্টোপাধ্যায় এবং ড. গুপ্তকে উত্তরীয় এবং স্মারক উপহার দিয়ে স্বাগত জানান। সোসাইটির কোষাধ্যক্ষ জার্নেল সিং দুই জনকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় এস পাওয়ার। কলেজের মুখ্য পরামর্শদাতা ড. সৈকত মৈত্র রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের ইনস্টিটিউটে আনার উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

কলেজের দুলাল মিত্র অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সামনে বক্তব্য রাখেন ড. চট্টোপাধ্যায় এবং ড. গুপ্ত। “কলকাতার যোগাযোগ ব্যবস্থার কুশীলবরা: একটি শ্রদ্ধাঞ্জলি” এই বিষয়ে বক্তব্য রাখেন ড. গুপ্ত। কীভাবে জগদীশ চন্দ্র বসু, ড. মেঘনাদ সাহা, ড. সি. ভি. রমন, মণিলাল ভৌমিক প্রমুখ কলকাতার বিজ্ঞানীরা আধুনিক যোগাযোগ এবং মহাকাশ গবেষণার মূল ভিত্তি ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে অবদান রেখেছেন, তা শিক্ষার্থীদের কাছে ব্যাখ্যা করেন।ড. চট্টোপাধ্যায় “মহাকাশ অনুসন্ধান এবং মহাবিশ্বে আমাদের স্থান” বিষয়ে আলোচনা করেন। মহাকাশ থেকে ভয়েজার ১-এর তোলা আমাদের পৃথিবীর একটি বিন্দুর ছবি দেখিয়ে তিনি ব্যাখ্যা করেন, ‘বিশাল মহাবিশ্বের তুলনায় আমরা কতটা ছোট’! তিনি শিক্ষার্থীদের এই উদাহরণটি দিয়ে বিনয়ী হওয়ার পরামর্শ দেন। তিনি জানান, আমাদের মহাবিশ্বে ৪০০ বিলিয়ন তারা রয়েছে এবং নাসা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করছে। তিনি বলেন, ”নাসা বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় উপগ্রহ পাঠানোর কথা ভাবছে, যেখানে প্রাণের সন্ধান করা হবে কারণ এর জলবায়ু পৃথিবীর খুব কাছাকাছি।” প্রসঙ্গত, অন্য গ্রহে জল অনুসন্ধানের জন্য ড. চট্টোপাধ্যায়ের নিজস্ব আবিষ্কার নাসা গ্রহণ করেছে।

এদিনের ইন্টারেক্টিভ আলোচনাটি খুবই আকর্ষণীয় হয়ে উঠেছিল। এদিন যৌথভাবে ড. চট্টোপাধ্যায় এবং ড. গুপ্ত IEEE MTTS – স্টুডেন্টস চ্যাপ্টারের অফিসরও উদ্বোধন করেন। ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন MGA ভাইস চেয়ার, IEEE MTTS ড. গ্লাউকো ফন্টগ্যালার্ড এবং চেয়ার, IEEE MTTS রিজিওন ১০ তথা IISST-এর সহযোগী অধ্যাপক ড. চিন্ময় সাহা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

BCREC এর টেক ফেস্ট উদ্বোধন করলেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র বিজ্ঞানী
BCREC এর টেক ফেস্ট উদ্বোধন করলেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র বিজ্ঞানী
বৃহস্পতিবার বার্ষিক টেক ফেস্ট 'হরাইজন 2k25' (Horizon 2k25) এর উদ্বোধন করেন ক্যালিফোর্নিয়ার নাসা জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র বিজ্ঞানী ড. গৌতম চট্টোপাধ্যায়।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!