দুর্গাপুরের গণধ*র্ষ*ণ মামলায় নতুন মোড়, কলকাতা থেকে এলেন বিশেষ সরকারী আইনজীবী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: তিনি বিভাস চট্টোপাধ্যায়। রাজ্যের একাধিক ধর্ষণের মামলায় রাজ্য সরকারের হয়ে মামলা লড়ে তিনি দোষীদের ফাঁসির সাজা নিশ্চিত করেছেন। এবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গণধ*র্ষ*ণ মামলায় পুলিশকে সাহায্য করতে এলেন তিনি। এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পুলিশ বিজড়ার ৫ যুবকের পাশাপাশি গ্রেফতার করেছে তাঁর সহপাঠী মালদহের কালিয়াচকের সিলামপুরের ওয়াসেফ আলিকে। ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী ওয়াসেফের সঙ্গেই শুক্রবার রাত ৮টা নাগাদ কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। অভিযোগ, ফাঁকা রাস্তার পাশের জঙ্গলে তাঁকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
নির্যাতিতা, ধৃত ৫ জন এবং ধৃত সহপাঠী। সবার কাছে পাওয়া তথ্য মিলিয়ে দেখতে গিয়ে বেশ কিছু অসঙ্গতি পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নিউটাউনশিপ থানায় আসেন আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে মামলা নিয়ে আলোচনা করেন। পুলিশের তরফে এই বিষয়ে কেউ কোনও মন্তব্য করেননি। তবে এটা পরিস্কার, আদালতে কোনও ভাবে দোষী যেন ছাড় না পায়, তা নিশ্চিত করতেই তিনি এদিন দুর্গাপুরে এসেছিলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )