বেনাচিটিতে ফ্লেবোটমি সেন্টারের উদ্বোধন, দুর্গাপুরের স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত
দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বেনাচিতি গুরুদোয়ারা রোডে অত্যাধুনিক ফ্লেবোটমি সেন্টারের উদ্বোধন করা হল। এয়ার ওয়াটার, নিওটিয়া স্কিল ডেভলপমেন্ট অ্যাকাডেমি এবং সংস্কৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মিলিত উদ্যোগে এই সেন্টার গড়ে উঠেছে।
এই পদ্ধতিতে সরু নিডলের সাহায্যে শিরা থেকে রক্তসংগ্রহ করা হয়। শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণের উপস্থিতি নিশ্চিত করা, শরীরের অঙ্গগুলি কতটা ভালভাবে কাজ করছে তা দেখা, রক্তে আয়রন বা লোহিত রক্তকণিকার মতো অতিরিক্ত উপাদান অপসারণ করে কিছু নির্দিষ্ট রোগের চিকিৎসা, জিনগত অবস্থার জন্য স্ক্রিনিং করা প্রভৃতি সম্ভব হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এয়ার ওয়াটারের প্রতিনিধি অভিক, সংস্কৃতি ওয়োলফেয়ার ফাউন্ডেশনের মুনমুন চক্রবর্তী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কল্যাণ দেবনাথ এবং প্রশিক্ষক ডা. বাবুল মুখার্জি। এই উদ্যোগের মাধ্যমে দুর্গাপুরের স্বাস্থ্যব্যবস্থা আরও উন্নত হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।



